সোমবার, ০৫ Jun ২০২৩, ০৫:৪৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছেন, তার কারামুক্তির বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবেন।
তিনি এ কথা জানান রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে।
গণমাধ্যমে এসেছে সমঝোতা হলে খালেদা জিয়ার মুক্তি সম্ভব। এ অবস্থায় আসলে মুক্তি সম্ভব কি না- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে, খালেদা জিয়ার মামলায় তাকে আদালত সাজা দিয়েছেন। তার মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দেবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির মহাপরিচালক সাবেক বিচারপতি মুসা খালেদ, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। ৩৩ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেটরা এ প্রশিক্ষণে অংশ নেন।