বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়া বন্দুক যুদ্ধে একজন মারা গেছে। নিহতের নাম রতন আলী। জানা গেছে, কুষ্টিয়া ভেড়ামারায় দুই দল মাদক ব্যবসায়ীদের বন্দুক যুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় রতন আলী।
কুষ্টিয়ার ভোড়ামারা উপজেলার চাঁদগ্রাম ৪নং ব্রিজ এলাকা থেকে রবিবার দিবাগত বার রাত ৩টার দিকে রতন আলীর মৃতদেহ উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দীন জানান, রাত ৩টার দিকে তাদের কাছে খবর আসে ভোড়ামার উপজেলার চাঁদগ্রাম ৪নং ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে। এমন সংবাদে পুলিশ সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।পরে এলাকা তল্লাশি করে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ সময় পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে নিহত ব্যক্তির নাম রতন আলী, তিনি একই উপজেলার ধরমপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।