শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ট্রেজারার নিয়োগ

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ট্রেজারার নিয়োগ

প্রিতম মজুমদার, কুষ্টিয়া প্রতিনিধি:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে নিযুক্ত হলেন ইংরেজি সাহিত্যের প্রথিতযশা অধ্যাপক মোঃ ইকবাল হোসেন। ২০/০২/২০১৯ ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব জিনাত রেহানা স্বাক্ষরিত পত্রে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। যোগদানের তারিখ হতে চার বছরেরে জন্য এই নিয়োগ কার্য়কর হবে।

প্রফেসর মোঃ ইকবাল হোসেন ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান জনাব হাসানুল হক ইনু, এম.পি ও বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম প্রফেসর মোঃ ইকবাল হোসেনকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী প্রফেসর মোঃ ইকবাল হোসেনকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য প্রফেসর মোঃ ইকবাল হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন। তিনি দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে অধ্যাপনা পেশায় জড়িত। তিনি শুধু খ্যাতিমান শিক্ষকই ছিলেন না একই সঙ্গে দক্ষ প্রশাসকও ছিলেন। তিনি বর্তমানে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত। আমলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি সফলভাবে দায়িত্ব পালন করেন। প্রফেসর মোঃ ইকবাল হোসেন ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার গতি আরো

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel