বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
জাকিরুল ইসলাম : স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৪৮তম জাতীয় গ্রীষ্মকালীন খুলনা বিভাগীয় পর্যায়ের হ্যান্ডবল প্রতিযোগিতায় কুষ্টিয়া জিলা স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
জানা যায়, সারা দেশব্যাপী চলমান এ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া দলদের নিয়ে বিভাগীয় পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জিলা স্কুলের সহকারী শিক্ষক ও স্কুল হ্যান্ডবল দলের কোচ মোঃ নাফিউল ইসলামের তত্ত্বাবধানে ১৪জন হ্যান্ডবল খেলোয়াড় এ খেলায় অংশগ্রহণ করে।
গত দুইদিন ধরে কয়েকটি দলকে হারানোর পরে গতকাল শনিবার খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নড়াইলের লোহাগাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে কুষ্টিয়া জিলা স্কুল চ্যাম্পিয়ন হওয়ার এ গৌরব অর্জন করে।
সারাদিন ব্যাপী খেলা শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খুলনা সিটি মেয়ের তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।