মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
বাংলাদেশে এক লক্ষ কোরআন বিতরণ করবে সৌদি সরকার

বাংলাদেশে এক লক্ষ কোরআন বিতরণ করবে সৌদি সরকার

সউদি আরবের সরকারপ্রধান খাদিমুল হারামাইন আলশরিফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজীজ আলসাউদের উদ্যোগে সউদি সরকারী অর্থায়নে পৃথিবীর বিভিন্ন দেশে পবিত্র রামাযান মাস উপলক্ষে ইফতার, খেজুর কুরআনুল কারীম বিতরণ কর্মসূচী পালন করা হচ্ছে। কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশে প্রায় ৫০ হাজার রোজাদারকে ইফতার করানো হবে। একইসঙ্গে ৪০ টন খেজুর প্রায় এক লক্ষ কোরআন শরীফ বিতরণ করা হবে।

ঢাকাস্থ সৌদি দূতাবাসের ধর্মীয় বিভাগ কর্তৃক গত শনিবার বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ টেলিভিশন ব্যক্তিত্বগণের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে বাংলাদেশে নিযুক্ত মাননীয় সৌদি রাষ্ট্রদূত জনাব ঈসা বিন ইউসূফ আলদুহাইলান এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত রিলিজিয়াস এটাচে জনাব মুবারক বিন আমেক আলআনাযি, সৌদি মিলিটারি এটাচে ব্রিগেডিয়ার মুনিফ আলহারবী, ধর্মমন্ত্রীর একান্ত সচিব জনাব সাদেকুর রহমানসহ সরকারী উর্ধতন কর্মকর্তা বরেণ্য শিক্ষাবিদগণ। উক্ত অনুষ্টানের মাধ্যমে দেশের প্রায় ৩৫টি অঞ্চলে ইফতার, ৪০ টন খেজুর বিতরণ প্রায় লক্ষ কোরআন শরীফ বিতরণ প্রোগ্রাম ২০২৩ উদ্বোধন করা হয়েছে।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel