শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
আদালতে আত্মসমর্পণ করছেন ট্রাম্প

আদালতে আত্মসমর্পণ করছেন ট্রাম্প

আদালতে আত্মসমর্পণ করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৩ এপ্রিল) ব্যক্তিগত বিমানে করে সেখানে পৌঁছেন তিনি। এরপর নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে যান এবং এখন সেখানেই অবস্থান করছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এক পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার দায়ে অভিযুক্ত হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করতে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়ার আগে সেখানেই তিনি রাত কাটাবেন বলে ধারণা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের মামলার শুনানি হবে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে। তবে অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের কথা গোপন রাখতে ট্রাম্প মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন—এ অভিযোগের মামলার রায় ঘোষণার আগে থেকেই নিউ ইয়র্কে নিরাপত্তা জোরদার করে পুলিশ। ট্রাম্পকে অভিযুক্ত করে রায় ঘোষণার দিন নিউ ইয়র্কে বিক্ষোভ হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ম্যানহাটান আদালতের রায়কে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, মামলাটি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বাইরে রাখার জন্য পরিকল্পিতভাবেই মামলাটি সাজিয়ে এমন রায় দেওয়া হয়েছে বলেও মনে করেন তিনি। সূত্র : বিবিসি, ডয়চে ভেলে

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel