মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ হাজার দোকান পুড়ে ছাই

ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ হাজার দোকান পুড়ে ছাই

দেশের ইতিহাসে ভয়াবহতম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর বঙ্গবাজারে। ঘটনায় বঙ্গবাজার এর আশপাশের মার্কেটগুলোর পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে গেছে বলে ধারণা করছেন ব্যবসায়ী সমিতির নেতারা। আগুনের ঘটনায় কী পরিমাণ সম্পদ হানি হয়েছে তা ধারণার বাইরে।

আজ মঙ্গলবার ( এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করে। এ ঘটনায় পাঁচজন দোকানদার তিনজন ফায়ার সার্ভিসের সদস্য আহতের খবর জানা গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে, কেউ নিহত হয়েছেন কি না তা জানা যায়নি। টানা সাড়ে ছয় ঘন্টা চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

সরেজমিনে বঙ্গবাজার, গুলিস্তান আশপাশের এলাকায় গিয়ে দোকানদারদের করুণ আর্তনাদ দেখা যায়। ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিটি দোকানই ছিল তৈরি পোশাকসহ ঈদ সামগ্রিতে ভরপুর। ব্যবসায়ীদের ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়, বলে জানান ব্যবসায়ীরা। আবুল কাশেম নামের এক দোকানদার গণমাধ্যমকে জানান, বঙ্গবাজার হচ্ছে মূলত সারা দেশের জন্য একটি পাইকারি মার্কেট। এখান থেকেই সারা দেশের জুতা, তৈরি পোশাক, কম্বলসহ বিভিন্ন জিনিস কিনে নেন ব্যবসায়ীরা। এখানে প্রতিটি দোকানেই কোটি টাকার বেশি মালামাল থাকে।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel