রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবে যা করণীয় জমি আপনার, দখল অন্যের! কী করবেন? রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সংবিধান, আইনী নৈরাজ্য ও অতীত ইতিহাস! শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মিথ্যাচার বনাম সাংবিধানিক সমাধান! সহায় সম্পত্তি পুণ্যের কাজে ওয়াক্ফ গঠন ও প্রাসঙ্গিকতা! শেকড়ের সন্ধানে সাঁইজির ধামেঃ লালন কি জাত সংসারে— রক্তাক্ত মাহমুদুর রহমানের কুষ্টিয়ায় আগমন বনাম দুধের মাছিদের আনাগোনা! জনপ্রশাসন, জেলা প্রশাসক ও স্যার সম্বোধন কতটা সংবিধান ও আইনসম্মত! ক্রেতা ঠকে গেলে বিক্রেতার বিরুদ্ধে যত আইনগত প্রতিকার! আইনে জামিন চর্চা বনাম বিচারকের পদত্যাগের দাবীতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ!
পুলিশের অন্যায়ের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে ফুটবলারের আত্মহুতি

পুলিশের অন্যায়ের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে ফুটবলারের আত্মহুতি

‘পুলিশের অন্যায়ের’ প্রতিবাদে তিউনিসিয়ার এক পেশাদার ফুটবলার গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। ৩৫ বছর বয়স্ক নিজার ইসাউই নামের ওই ফুটবলারকে মারাত্মক দগ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হলেও রক্ষা করা যায়নি। শুক্রবার তার ভাই এই ফুটবলারের মৃত্যুর কথা ঘোষণা করেছেন।

নিজার তার ক্যারিয়ারে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। চার সন্তানের বাবা এই ফুটবলার ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে জানান, মধ্য তিউনিসিয়ার কাইরুনের হাফজ গ্রামে তিনি যে ‘সন্ত্রাসের’ শিকার হয়েছেন, তার প্রতিবাদ করতেই নিজের গায়ে আগুন দিয়েছেন। তার এই প্রতিবাদ ২০১০ সালের ১৭ ডিসেম্বর রাজপথের ফেরিওয়ালা মোহাম্মদ বুআজিজির প্রতিবাদের কথা স্মরণ করিয়ে দিয়েছে। তার ওই আত্মহুতিই আরব বিশ্বজুড়ে আবর বসন্তের সৃষ্টি করেছিল। কয়েকটি দেশে স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটেছিল।

নিজারের মৃত্যুর পর তিউনিসিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দিয়েছে। তরুণ বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে। পুলিশও তাদের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। নিজার জানান, তিনি প্রথমে কলার দাম নিয়ে পুলিশের কাছে অভিযোগ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, কলার কেজি ১০ দিনারের (৩.৩০ ডলার) নিচে পাওয়া যাচ্ছে না। অথচ সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে তা দ্বিগুণ। পুলিশ এই সমস্যার সমাধান না করে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনে। নিজার বলেন, তিনি এর প্রতিবাদে নিজেকে ‘আগুনে পুড়িয়ে হত্যার’ শাস্তি দিয়েছেন। তিনি বলেন, ‘আমার আর শক্তি নেই। পুলিশ রাষ্ট্র জানুক, শাস্তি কার্যকর হবে আজই।’ অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা জানিয়েছে, এক প্রজন্মের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সঙ্কটে পড়েছে তিউনিসিয়া। মুদ্রাস্ফীতি ১১ ভাগের মতো, খাবার ক্রমবর্ধমান হারে দুর্লভ হয়ে পড়েছে। সূত্র : আল জাজিরা।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel