ঢাকাবৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চেকের ফটোকপিও সাক্ষ্য হিসেবে ব্যবহার হতে পারে

admin
মার্চ ৩০, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

 

এডভোকেট সিরাজ প্রামাণিক
চেক ডিসঅনারের মামলায় চেক হারিয়ে গেলে ফটোকপি সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে। মামলায় বাদীর দখলে থাকা নালিশী চেকটি হারিয়ে গেলে তিনি সাক্ষ্য আইনের ৬৫ ধারার বিধান অনুসারে গৌণ সাক্ষ্য হিসাবে ঐ চেকের ফটোকপি মামলায় সাক্ষ্য হিসাবে ব্যবহার করতে পারবেন। এ প্রসঙ্গে Chitaranjan v Jayarajan [IV (2005) BC 167 (Ker)] মামলায় কেরালা হাইকোর্ট মন্তব্য করেছেন যে,  On the plea that the cheques were lost, the complainant wanted to use photocopies of the cheques. Section 65 of the evidence Act authorizes a party to adduce secondary evidence after observing the formalities lay down in the section.

There is no legal bar to use photocopies of cheaques as secondary evidence.

স্ক্যান কপি এবং ফটোকপি মূলতঃ একই জিনিস। কোন ব্যক্তি যদি মূল চেকের স্ক্যান কপি রাখে এবং বিচারের সময় যদি লক্ষ্য করা যায় যে, তার মূল চেকটি হারিয়ে গেছে তাহলে সাক্ষ্য আইনের ৫ ধারার বিধান অনুসারে গৌন সাক্ষ্য হিসাবে স্ক্যান কপি বা ফটোকপি আদালতে দাখিল করা যাবে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।