শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ রবিবার সচিবালয় শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেছেন প্রকল্পে নিয়োগ পাওয়া পাঁচ হাজার দুইশত অতিরিক্ত শ্রেণি শিক্ষকে (এসিটি) যেকোন উপায়ে স্থায়ী করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের জন্য নতুন কোন পদ বের করে স্থায়ী করা হবে। কারন তারা অনেক মেধাবী। তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। ্আর তাদের অধিকাংশেরই চাকরির বয়স চলে গেছে।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খানসহ মন্ত্রালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্প্রতি অতিরিক্ত সচিব(বেসরকারী, মাধ্যমিক) জাবেদ আহমেদকে প্রধান করে এসিটিদের স্থায়ী ব্যবস্থা নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।