রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছায় যৌনকর্ম করা কী অপরাধ? মা দিবসে মায়েদের নিয়ে ইবি রোটার‍্যাক্ট ক্লাবের ক্রীড়া ও ফল উৎসব নারী শিশু আইনে মিথ্যা মামলায় জামিন ও মুক্তির উপায়! ইবিতে ‘প্লান্ট সাইন্স’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার  শিক্ষক-শিক্ষার্থী বিনিময় করবে ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয় চেকের মামলায় সাফাই সাক্ষী বনাম আসামীর নির্দোষিতা! খোকসার জনগনের সাথে ব্যাস্ত সময় কাটাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাবুল আখতার। খোকসার জনগনের সাথে ব্যাস্ত সময় কাটাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাবুল আখতার। কুমারখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত। ম্যাজিস্ট্রেট ও পুলিশের নিকট দোষস্বীকারে সাক্ষ্যগত মূল্য বনাম বাস্তবতা!
ইবিতে ‘প্লান্ট সাইন্স’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার 

ইবিতে ‘প্লান্ট সাইন্স’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার 

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘প্ল্যান্ট সাইন্স’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে আইসিটি সেলের সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ এর আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এসময় সম্মানিত অতিথি ছিলেন তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. মেহমেদ হাক্কি আলমা। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ইগদির বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইব্রাহীম ডেমিরটাস।
বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন. অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল।
এসময় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ও ইইই বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগেদ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, সেমিনারে দুজন বিদেশি অধ্যাপককে পেয়ে আমরা খুবই আনন্দি। আশা করি এই সেমিনার থেকে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবে এবং এ বিষয়ক জ্ঞান অন্বেষণে আরোও আগ্রহী হবে।
ইগদির বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. মেহমেদ হাক্কি আলমা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আতিথেয়তায় আমরা আনন্দিত। আশা করি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় শিক্ষা ও গবেষণায় মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষার জন্য তুরস্কে যেতে আমরা শিক্ষার্থীদের উৎসাহিত করছি। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার থাকবে।
প্রসঙ্গত, ইরাসমাস প্রজেক্টের অধীনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় চুক্তির জন্য পাঁচ দিনের সফরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসে ইগদির বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় তারা বিভিন্ন অনুষদ, বিভাগ পরিদর্শন করেন।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel