বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ আজ ভোর সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকায় পুলিশ সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ছয়টি অস্ত্র ও প্রায় পচিশ রাউন্ড গুলি ও বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করেছে।
নিহতরা হলেন- হাসান আলী ও কামাল। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এস আই রাজু আহমেদ, এএসআই মিঠুন চন্দ্র ভৌমিক ও কনস্টেবল ইব্রাহীম।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, দুই দল ইয়াবা বিক্রেতার মধ্যে গোলাগুলির খবর শুনে ঘটনাস্থলে যায় পুলিশ এ সময় পুলিশকে লক্ষ্য করে ইয়াবা কারবারিরা গুলি ছুড়তে থাকে, পুলিশও পাল্টা গুলি ছুড়ে এতে দুইজন ইয়াবা কারবারি নিহত হয়|