শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ আবুল সরকার নামে এক ব্যক্তি ডাকাতের অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সাভারে আশুলিয়ার দূর্গাপুর গ্রামে শনিবার দিবাগত রাত তিনটার দিকে।
আবুল সরকারের পরিবারের সুত্রে জানা গেছেঃ দশ থেকে বার জন ডাকাত দল গত কাল রাতে আবুল সরকারের বাড়িতে হানা দেয়। তারা ঘরের গ্রিল কেটে আবুল সরকার সহ তার বাড়ীর সবাইকে আটক করে ঘরের সব মালপত্র নিয়ে নেয়।ডাকাতি শেষে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এক প্রতিবেশী বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদে ঘোষণা দেন। এতে গ্রামের লোকজন জড় হতে থাকে। বিষয়টি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। দুজন ডাকাত ঘরের দেওয়ালের পাশে ঘাপটি মেরে ছিল। এ সময় আবুল সরকার একজন ডাকাত কে ধরে ফেললে অন্য একজন তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আবুল হোসেন উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রতিবেশীরা রওনা হয় কিন্তু পথের মধ্যে তার মৃত্যু হয়।এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।