রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবে যা করণীয় জমি আপনার, দখল অন্যের! কী করবেন? রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সংবিধান, আইনী নৈরাজ্য ও অতীত ইতিহাস! শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মিথ্যাচার বনাম সাংবিধানিক সমাধান! সহায় সম্পত্তি পুণ্যের কাজে ওয়াক্ফ গঠন ও প্রাসঙ্গিকতা! শেকড়ের সন্ধানে সাঁইজির ধামেঃ লালন কি জাত সংসারে— রক্তাক্ত মাহমুদুর রহমানের কুষ্টিয়ায় আগমন বনাম দুধের মাছিদের আনাগোনা! জনপ্রশাসন, জেলা প্রশাসক ও স্যার সম্বোধন কতটা সংবিধান ও আইনসম্মত! ক্রেতা ঠকে গেলে বিক্রেতার বিরুদ্ধে যত আইনগত প্রতিকার! আইনে জামিন চর্চা বনাম বিচারকের পদত্যাগের দাবীতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ!
টিএসসিসি পরিচালকের সাথে ইবির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতবিনিময়

টিএসসিসি পরিচালকের সাথে ইবির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতবিনিময়

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের সাথে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ (ঐক্যমঞ্চ) এর নেতৃত্বে প্রায় ২০টি সংগঠন মতবিনিময়ে অংশ নেয়।

এসময় ঐক্যমঞ্চের আহ্বায়ক ইয়াশিরুল কবীর সৌরভ ও সদস্য সচিব রাবেয়া খাতুনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সংগঠনগুলোর নেতৃবৃন্দ ঐক্যমঞ্চের জন্য দাপ্তরিক ও সভাকক্ষ বরাদ্দ, আসবাবপত্র প্রদান, অডিটোরিয়ামে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা, অনুষ্ঠান পরিচালনার অনুমতি প্রদান সহজকরণ, টিএসসির আওতায় সংগঠনগুলোর নিবন্ধন নম্বর প্রদান ও টিএসসিসিতে প্রোগ্রামের ক্ষেত্রে অডিটোরিয়াম ভাড়া হ্রাসসহ নানা দাবি তুলে ধরেন।

সভায় সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনায় সুযোগ সুবিধা প্রদান ও সমস্যা নিরসনের আশ্বাস দেন টিএসসিসির পরিচালক। একাধিক কক্ষের দাবি থাকলেও প্রাথমিক পর্যায়ে একটি কক্ষ বরাদ্দের ঘোষণা দেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর ঐক্যমঞ্চের দাপ্তরিক কক্ষ উদ্বোধন করা হবে বলে জানান। এ ছাড়া পরবর্তীতে পর্যায়ক্রমে সভাকক্ষ ও কয়েকটি সংগঠনকে একসঙ্গে করে প্রয়োজনীয় সংখ্যক অফিস কক্ষ বরাদ্দের আশ্বাস দেন।

ঐক্যমঞ্চের আহ্বায়ক ইয়াশিরুল কবীর সৌরভ বলেন, আমরা দীর্ঘদিন থেকে সংগঠনগুলোর জন্য অফিস ও সভাকক্ষের দাবি জানিয়ে আসছি। আজ পরিচালক স্যার অফিসের জন্য একটি কক্ষ বরাদ্দ নিশ্চিত করেছেন এবং দ্রুতই সভাকক্ষ বরাদ্দ দিবেন বলে কথা দিয়েছেন। আমরা আশা করি এই উদ্যোগের মাধ্যমে সংগঠনগুলো উপকৃত হবে।

টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল বলেন, বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করতে আমরা সব ধরণের পদক্ষেপ নেব। দীর্ঘদিনেও বিশ্ববিদ্যালয়ে সংগঠনগুলোর বসার জায়গা নেই এটি আমাদেরকেও কষ্ট দেয়। একাধিক কক্ষ শুধু নয় সব সংগঠনকে আলাদা অফিস দিতে পারলে ভালো হতো। কিন্তু আমরা প্রথমে একটি কক্ষ বরাদ্দ দিচ্ছি। পরবর্তীকে কক্ষ ফাঁকা হওয়া সাপেক্ষে সভা কক্ষ ও অন্যান্য কক্ষ বরাদ্দ দেওয়া হবে।

প্রসঙ্গত, ঐক্যমঞ্চ প্রতিষ্ঠার পর থেকেই টিএসসিসিতে অফিস ও সভাকক্ষ বরাদ্দের দাবি জানিয়ে আসছে। সর্বশেষ গত ৮ অক্টোবর কক্ষ বরাদ্দসহ ১০ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় ঐক্যমঞ্চ।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel