রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
চয়ন আহমেদ : অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খুলনা বিভাগীয় পর্যায়ে জয়িতার সম্মাননা পেলেন র্ঝনা বেগম।
গত রবিবার (২৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখ) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)র হাত থেকে নারী উদ্যোক্তা র্ঝনা এই সম্মাননা গ্রহণ করেন।
উক্ত জয়িতা সম্মাননা অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন,খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, পরিচালক জাকিয়া আফরোজ, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার, খুলনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস ম্যাডাম সহ গণমাধ্যমকর্মীরা।
নারী উদ্যোক্তা জয়িতা র্ঝনা বেগম বলেন, কুষ্টিয়া জেলা থেকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে জয়ীতার সনদপত্র লাভ করায় আমি আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আগামীতে যেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জয়িতার পদক পেতে পারি সেই দোয়া কামনা করি।