বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গার ব্রহ্মপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৯ জানুয়ারী) সকাল ১০টায় নলডাঙ্গা ব্রহ্মপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্টানের আযোজন করা হয়। ২০২৪ সালের ৮০ জন এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ফুল দিয়ে নতুন শিক্ষার্থীদের বরন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামাল মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারী,প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম,সহকারী শিক্ষক সাইদুল ইসলাম,স্থানীয় মুক্তিযোদ্ধা আইনাল হক,ম্যানেজিং কমিটির সদস্য মোস্তাক আহমেদ প্রমুখ।