শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
সিরাজ প্রামাণিকঃ প্রতিবছর ফেব্রুয়ারী মাস এলেই কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের আমেজ শুরু হয়। এবার আগে ভাগেই বেশ প্র্রচারণা শুরু হয়েছে। গঠনতন্ত্র মোতাবেক কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে একই পদে দুবারের বেশী বিজয়ী হওয়া যাবে না। তারই ধারাবাহিকতায় দুজন জনপ্রিয় আইনজীবী নেতা বর্তমান সভাপতি ও সেক্রেটারী এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী ও এ্যাডভোকেট আবু সাঈদ এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না। সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছে সিনিয়র আইনজীবী ও বিজ্ঞ জিপি বিশিষ্ট রাজনীতিক ও আইনজীবী নেতা আ.স.ম. আক্তারুজ্জামান মাসুম, বীরমুক্তিযোদ্ধা ও সিনিয়র আইনজীবী মোঃ আব্দুল জলিল, সাবেক সেক্রেটারী ও বামপন্থী চেতনার নেতা সিনিয়র আইনজীবী জহুরুল ইসলাম ও সেক্রেটারী পদে নতুন মুখ ও তারুণ্যের অহংকার হাসানুল আসকার হাসু, সিনিয়র আইনজীবী আকরাম হোসেন দুলাল, দেওয়ান মাসুদ করিম মিঠু। তবে আইনজীবী সমাজ নতুন মুখ খুঁজছে বলে গুঞ্জন রয়েছে।
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২১-২০২২ মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে এবার সেক্রেটারী পদে এ্যাডভোকেট হাসানুল আসকার হাসু’র মতো নতুন মুখ চায় সাধারণ আইনজীবীরা। বিভাজন নয়, আইনজীবী সমিতির গুণগত পরিবর্তন আনতেই নতুন এ নতুন মুখ প্রয়োজন বলে সাধারণ আইনজীবীরা মনে করছেন। নতুন আইনজীবীদের ভাষ্য, পুরনো ধ্যান-ধারণা নিয়ে বসে থাকলেও চলবে না। এখন প্রয়োজন পরিবর্তন। কাজেই নতুন ও পুরনোর যৌক্তিক সংমিশ্রণ ঘটাতে চান তারা।
কুষ্টিয়া আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের ভাষ্য, আমাদের আইনজীবীর ৭০ ভাগ এখন তরুণ। কাজেই এটিই ‘হাইটাইম’ তাঁদেরকে আইনজীবী হিসেবে গড়ে তোলার সুযোগ দেয়া এবং তাঁদের জন্য কিছু করার। তাঁর মতে, ‘‘পুরনোদের তো আইনজীবীরা দেখেছে, দেখেছে তাঁরা কতখানি কাজ করেছেন।এবার নতুনদের দেখার সুযোগ দিতে হবে।