শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
শাড়ী পড়ে ৪২ কিলোমিটার ম্যারাথন!

শাড়ী পড়ে ৪২ কিলোমিটার ম্যারাথন!

শাড়ি পরে লম্বা ম্যারাথনে অংশ নিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন মধুস্মিতা জেনা দাস নামের ৪১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ নারী। তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আয়োজিত এক ম্যারাথনে ৪২ কিলোমিটার দৌড়েছেন ভারতের ওডিশার ঐতিহ্যবাহী সাম্বলপুরি শাড়ি পরে।

ভিনদেশের মাটিতে দেশের ঐতিহ্যকে তুলে ধরায় ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রশংসায় ভাসছেন তিনি।

মধুস্মিতা জেনা দাস ম্যারাথন শেষ করেন ৪ ঘণ্টা ৫০ মিনিটে। তাঁর পরনে ছিল লাল রঙের সাম্বলপুরি শাড়ি। শাড়িটি হস্তচালিত তাঁতে বোনা। তাঁর পায়ে ছিল কমলা রঙের স্নিকার। টুইটারে ওই ম্যারাথনের ভিডিও প্রকাশ করে এক ব্যক্তি লিখেছেন, ম্যানচেস্টারে বসবাসকারী ওডিশার এক নারী যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ম্যানচেস্টার ম্যারাথন ২০২৩-এ সাম্বলপুরি শাড়ি পরে দৌড়েছেন। বিষয়টি খুবই দারুণ। তাঁর স্পৃহার প্রতি ভালোবাসা!

ফ্রেন্ডস অব ইন্ডিয়া সোসাইটি ইন্টারন্যাশনাল ইউকের টুইটার অ্যাকাউন্টেও ম্যারাথনের ভিডিও শেয়ার করা হয়েছে। এতে দেখা গেছে, শাড়ি পরে স্বচ্ছন্দে দৌড়াচ্ছেন মধুস্মিতা। বন্ধু ও পরিবারের সদস্যরা চিৎকার করে তাঁকে উৎসাহ দিচ্ছেন।

টুইটার পোস্টে লেখা হয়েছে, ‘যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাসকারী ভারতীয় নারী মধুস্মিতা জেনা প্রিয় সাম্বলপুরি শাড়ি পরে ম্যানচেস্টার ম্যারাথন ২০২৩-এ সহজেই দৌড়েছেন। গর্বের সঙ্গে তিনি ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরেছেন। ভারতীয় পোশাকের প্রতি আমন্ত্রণমূলক প্রকাশভঙ্গিও ছিল তাঁর।’

উল্লেখ্য, মধুস্মিতা বিশ্বজুড়ে অনেক ম্যারাথনে দৌড়েছেন। তবে শেষ এ প্রতিযোগিতায় ওডিশার ঐতিহ্য তুলে ধরেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে বলেছেন, শাড়ি পরে দৌড়ানো সব সময়ই কঠিন কাজ।

একটি টুইটার পোস্টের মন্তব্যের ঘরে এক ব্যবহারকারী লিখেছেন, ‘দারুণ, আশা করি আমরা ইউএস ওপেনেও পাট্টা শাড়ি পরে কাউকে দৌড়াতে দেখব। কোনো একদিন তসর সিল্ক শাড়ি পরেও মানুষ ট্রায়াথলন প্রতিযোগিতায় অংশ নেবে।’

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel