শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছায় যৌনকর্ম করা কী অপরাধ? মা দিবসে মায়েদের নিয়ে ইবি রোটার‍্যাক্ট ক্লাবের ক্রীড়া ও ফল উৎসব নারী শিশু আইনে মিথ্যা মামলায় জামিন ও মুক্তির উপায়! ইবিতে ‘প্লান্ট সাইন্স’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার  শিক্ষক-শিক্ষার্থী বিনিময় করবে ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয় চেকের মামলায় সাফাই সাক্ষী বনাম আসামীর নির্দোষিতা! খোকসার জনগনের সাথে ব্যাস্ত সময় কাটাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাবুল আখতার। খোকসার জনগনের সাথে ব্যাস্ত সময় কাটাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাবুল আখতার। কুমারখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত। ম্যাজিস্ট্রেট ও পুলিশের নিকট দোষস্বীকারে সাক্ষ্যগত মূল্য বনাম বাস্তবতা!
আদালতের আদেশ অমান্যে আইনী প্রতিকার ও বাস্তবতা!

আদালতের আদেশ অমান্যে আইনী প্রতিকার ও বাস্তবতা!

 

এ্যাডভোকেট সিরাজ প্রামাণিক:

কেউ যদি আদালতে আদেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে রয়েছে আইনী প্রতিকার। বিশেষ করে দেওয়ানী আদালতের আদেশ, নিষেধাজ্ঞা, রায় বা ডিক্রি ভঙ্গ করলে ভঙ্গকারীর বিরুদ্ধে ভায়োলেশন মোকদ্দমা করে প্রতিকার নেয়ার সুযোগ রয়েছে।

কোনো মামলার বিরোধীয় বিষয় নিয়ে যদি কোন পক্ষ কর্তৃক ধ্বংস, ক্ষতিগ্রস্থ কিংবা সম্পত্তি বেচা-বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আদালত উক্ত প্রচেষ্টা রোধ করতে নিষেধাজ্ঞা প্রদান করতে পারে। কিন্তু কেউ যদি আদালতের এ আদেশ অমান্য করে, তাহলে আদালত দেওয়ানী কার্যাবিধির ৯৪ (ক) এবং ৩৯ আদেশের ২(৩) বিধি অনুযায়ী তাকে অনধিক ৬ মাস দেওয়ানী কারাগারে আটক রাখার নির্দেশসহ অর্থদন্ড দিতে পারেন।

উচ্চ আদালত বলছেন, নিষেধাজ্ঞা আদেশ অমান্য করার দায়ে ভায়োলেশন মামলা করা যায়, তবে আদালত অবমাননার মামলা রক্ষণীয় নয়। কিন্তু ভায়োলেশন মামলাায় বিবাদী ইচ্ছাকৃতভাবে, না অজ্ঞাতবশতঃ অমান্য করেছে, সে বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে মর্মে-৫৩ ডিএলআর, ৭০ (এডি) একটি সিদ্ধান্ত রয়েছে।

তবে বিবাদী যে আদালতের নির্দেশ অমান্য করে নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে এটা কিন্তু বাদীকে অর্থাৎ-দরখাস্তকারীকেই প্রমাণ করতে হবে যে তিনি জ্ঞাতসারে আদালতের এই নিষেধাজ্ঞা ভঙ্গ করেছেন। (৪৫ DLR ৭১৮)।

ভায়োলেশন মামলায় দেওয়ানী আদালত এমনভাবে ইস্য্যু ফ্রেম করবেন যাতে ফৌজদারী মামলায় চার্জের সব উপাদানগুলো সেখানে নিহিত থাকে। এরকম পন্থায় ইস্যু ফ্রেম করার উদ্দেশ্য হচ্ছে, বিবাদী যাতে নিজেকে ডিফেন্ড করা থেকে কোনরুপ বঞ্চিত না হয় কারণ এটি এখন দেওয়ানী মামলার রুপ থেকে ফৌজদারী মামলায় রুপ পরিগ্রহ করছে ; (৯ ডিএলআর ৪৪৪)।

ভায়োলেশন মামলার প্রকৃতি হচ্ছে ফৌজদারি প্রকৃতির ক্ষমতা। ভায়লেশন মামলায় আসামীকে মূল দন্ড হিসাবে কারাদন্ডের আদেশ দিতে হলে সচরাচর দেওয়ানী মামলায় অনুসৃত নিয়মের বাইরে ও আরো কিছু নিয়ম মানতে হয় যা অনেকটা ফৌজদারী আদালতের বিচারিক ক্ষেত্রে ব্যবহৃত হয়।

লেখকঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আইনগ্রন্থ প্রণেতা ও আইন গবেষক। Email: seraj.pramanik@gmail.com, মোবাইলঃ ০১৭১৬৮৫৬৭২৮

 

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel